টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ী বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ভস্মীভূত হয়েছে দোকানের জিনিসপত্র। ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে গেল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে।
মির্জাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান, গত শনিবার দিবাগত রাতে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে হঠাৎ করে বাজারের রেজাউলের হোটেলে আগুন দেখতে পায় বাজার প্রহরিরা। বাজার প্রহরির লোকেরা আগুন দেখে ডাক চিৎকার করলে বাজারের আশপাশের লোকের ছুটে আসে। পরে মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয় লেপতোষক,কম্পিউটার, ফার্মেসী, হোটেল,ডেকোরেটর, কনফেশনারীসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকার মতো। আগুনে পুড়ে গেছে ক্ষতি রফিজ উদ্দিনের লেপ তোষকের দোকান, আশরাফ আলীর ডেকোরেটরের দোকান, রেজাউল করিমের হোটেল,আবু হানিফের কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান, মজনুর ফার্মেসী, গোপালের কনফেকশনারি, রাখালের দই মিষ্টির দোকান, বাবলুর মুদির দোকান, সাইদুরের কম্পিউটারের দোকান। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা।
লেপ তোষকের দোকানদার রফিজ উদ্দিন জানান, তিনি লেপ তোষকের দোকান করে সংসার চালাত। এ দোকান পুড়ে যাওয়ায় তার চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।
আবু হানিফ জানান, কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান পুড়ে তার ১৩/১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ছুটে আসে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, ওসি মোল্লা আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রুমখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের জয়নাল আবেদীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছেন।
মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তিনি জানান, ৭ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে তিনি ধারণা করছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, আগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।