টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশনের (World Autism Care Foundation) উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মধুপুর ক্লাবের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বর্নিল সাজে সজ্জিত করা হয়।
ভোর হতেই উৎসবমুখর পরিবেশে আশেপাশে বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ,শিশু-যুবক-বৃদ্ধ– প্রতিবন্ধীরা সমবেত হতে থাকে। ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশনের (ডব্লিও এ্যা সি এ্যাফ) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়। পরে তাদের মাঝে বিজয় শোভাযাত্রার বিশেষ টি-শার্ট ও ক্যাপ বিতরন করা এবং সকালের নাস্তা করানো হয়।
ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশন (ডব্লিও এ্যা সি এ্যাফ) একটি প্রতিবন্ধী উন্নয়ন ও সেবা প্রতিষ্ঠান।
সকাল ৯:৪৫ টায় ডব্লিউ এ্যা সি এ্যাফ এর সম্মানিত চেয়ারম্যান আজমাইন ফায়েক তনয়ের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডব্লিউ এ্যা সি এ্যাফ এর উপদেষ্টা পরিষদের সদস্য আরফান সরকারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এসময় শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সমবেত জনতাকে নিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর বিজয় শোভাযাত্রাটি শহরের দক্ষিণ প্রান্ত থেকে প্রদক্ষিণ শুরু করে রানী ভবানী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কেন্দ্রীয় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মিলিত হয়। ডব্লিউ এ্যা সি এ্যাফ এর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ১২ টায়। এপর্যায়ে প্রথমে প্রতিবন্ধীদের আপ্যায়ন শেষে তাদের খোঁজ-খবর নেন কার্যকরী পরিষদের সদস্যগণ। এরপর প্রতিবন্ধীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারুশীলন ইন্সটিটিউটের পরিচালক ফরহাদ হোসেন।
চিত্রাঙ্কন শেষে প্রতিবন্ধীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। ওয়ার্ল্ড অটিজম কেয়ার ফাউন্ডেশন (World Autism Care Foundation) দৈনিক দেশচিত্রকে জানান, আগামী ১৮ ডিসেম্বর দুপুর ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে জানিয়েছেন।
২ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে