টাঙ্গাইলের মধুপুরে ২০০৩ সনের ইকোপার্ক বিরোধী আন্দোলনে আদিবাসী গারো যুবক শহীদ পীরেন স্নালের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবারে মধুপুর বন এলাকার আদিবাসী গারো অধ্যুষিত গায়রা মিশনারি প্রাথমিক স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন (আজিয়া) কেন্দ্রীয় কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও আদিবাসী গারোদের সংগঠন শহীদ পীরেন স্মাল এর স্মরণে ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভার আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় আগামী ৩ জানুয়ারি পীরেন স্নালের ২০তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অরণখোলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডেভিট চিরান। প্রধান অতিথি হিসেবে ছিলেন আজিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিঠুন হাগিদক।
আজিয়া কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শ্যামল মানখিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, শোলাকুড়ি ইউপি সদস্য তুহিন নকরেক, আজিয়ার মহাসচিব সত্যজিৎ নকরেক, গাসুর সভাপতি ইব্রীয় মানখিন, বাগাছাসের মধুপুর শাখার সাবেক সভাপতি বিজয় হাজং, আজিয়ার সহ-সভাপতি সম্পদ নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নাজিবুল বাশার, মেহেদী হাসান বকুল প্রমুখ।
এ সময় আজিয়া, গাসু, বাগাছাসসহ আদিবাসী গারোদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ৮টি দল অংশ নিয়েছে। আগামী ৩ জানুয়ারি পীরেনের মৃত্যু বার্ষিকীতে জয়নাগাছা মিশনারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
২ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে