টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও ব্যাটারি রিচালিত ভ্যানের সাথে সংঘর্ষে দুই যাত্রী নিহত। বুধবার ২৪ জানুয়ারি সন্ধ্যা সা ৫টার দিকে ধনবাড়ী পৌর এলাকার কয়াপাড়া থানার কাছে দারুস সালাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার মঠবাড়ী গ্রামের মৃত শবসের আলীর ছেলে আখেরুজ্জামান ফরহাদ (৬৫) তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। একই গ্রামের বশির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৬০) ভ্যানচালক।
ধনবাড়ী থানার এএসআই জাহিদ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী রাজিব পরিবহন দ্রুতগামী বাসটি ধনবাড়ীর কয়াপাড়ায় আসার পর বিপরীতগামী (ধনবাড়ীর দিকে) ভ্যানকে চাপা দেয়। এ ঘটনায় ভ্যানচালকসহ ভ্যানের যাত্রী দম্পতি আখেরুজ্জামান ফরহাদ ও নাহার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আখেরুজ্জামান ফরহাদ ও আব্দুল খালেককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাহারকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। রাজিব পরিবহন বাসটি আটক করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলছে।
২ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে