বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে। ১৭ মার্চ রবিবার সকাল ৬.৩০ টায় উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং ৭.০০ টায় আকাশে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়েছে।
এরপর সকাল ১০.২০ মিনিটে মধুপুর উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নিজ অফিসে যোহরের নামাজের পর দোয়ার আয়োজন করা হয়। উপ-আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে ব্যানার টানিয়ে এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার ও ১৬ এবং ১৭ মার্চ রাতে ভবনে আলোকসজ্জা করে দিনটি পালিত হয়েছে।
২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে