পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাব'র সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মরহুম আনিসুর রহমান হাওলাদারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে (নতুন) উপজেলার সকল সাংবাদিক সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ।
মির্জাগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব সিয়াম রহমান হিমেল'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি প্রফেসর ইউনুস আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কাজী মিজানুর রহমান লাভলু, এ্যাডভোকেট আবুল বাশার নাসির, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন মৃধা প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক আবদুর রহিম সজল প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক আনিসুর রহমান সার্বক্ষণিক সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতেন। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। তিনি সৎ, নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। সহকর্মীদের সঙ্গে তাঁর ছিল ব্যাপক আন্তরিকতা। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও উদার মনের একজন মানুষ। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে তাঁর ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তিনি নিজ স্বার্থের কথা কোনদিন ভাবেননি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাধ্যমত মানুষের উপকার করে গেছেন।
তাঁরা আরও বলেন, সাংবাদিক আনিসুর রহমান ছিলেন একজন পরোপকারী, অতিথিপরায়ণ, আন্তরিকতাপূর্ণ ও হৃদয়বান ব্যক্তি। তাঁর কাছে মানুষ যেকোনো সমস্যা নিয়ে গেলে তিনি আন্তরিকতা ও গুরুত্বসহকারে সমস্যার কথা শুনেছেন এবং তা সুন্দরভাবে সমাধানের চেষ্টা করেছেন। মানবিকতা, আদর্শ ও কর্মগুণে তিনি ছিলেন সবার কাছে প্রিয়পাত্র। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
শেষে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল্লাহ'র পরিচালনায় সাংবাদিক মরহুম আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৪৩ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৪ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে