ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব’র এবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বিশেষ এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদন করতে ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এ সংগঠনটির নেতারা জানান, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে বনভোজনের টিকিট বিক্রির রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিবছরের ন্যায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগণ নির্ধারিত ফি দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবে। তাই এবারের বার্ষিক বনভোজনে ৩-৪ শত লোকের অংশগ্রহণের আশা করছেন আয়োজক কমিটির সদস্যরা। ঢাকার অদূরে সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে বনভোজন স্পট নির্ধারণ করা হয়েছে। প্রতিজনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সিনিয়র ১০০০ শিক্ষার্থী ৫০০ ও শিশু ৫০০ টাকা। আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন ও অন্যান্য সকল তথ্যের জন্য এই (০১৯২১৩৭২০৮৫) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বনভোজনে ডেলিগেটদের আনন্দ দ্বিগুণ করতে লাইভ মিউজিক, রাফেল ড্র, সুইমিং ও খেলাধুলা সহ নানা আয়োজন করেছে সগঠনটি।
এ ব্যাপারে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজু হাওলাদার বলেন, ‘প্রতি বছরের চেয়ে এবার আমরা বড় আকারে বার্ষিক বনভোজনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে দিনক্ষণ, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। আমাদের সংগঠনের সদস্যরা কঠোর পরিশ্রম করছেন বার্ষিক বনভোজন বাস্তবায়ন করতে। এ বছর উপজেলার সর্বস্তরের মানুষ বনভোজনের অংশগ্রহণ করতে পারবে। তাই আশা করি অন্যান্য বারের মতো এবারের বনভোজনও সবার কাছে উপভোগ্য ও দীর্ঘদিন পর মির্জাগঞ্জ বাসীর মিলনমেলায় পরিনত হবে। আর আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে বনভোজনের সব কার্যক্রম সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।’
৩৭ দিন ৩৮ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে