মহেশখালী উপজেলায় স্ত্রী সঙ্গে পারিবারিক মনোমালিন্য জের ধরে গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেছে স্বামী।
শনিবার, ৩ ই ফেব্রুয়ারি দুপুর ৩ টার দিকে উপজেলার জাগিরাঘোনা পৌরসভাস্থ মুহুরির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী শাকের উল্লাহ (৩৫) মহেশখালী কলেজের সাবেক প্রভাষক ছিলেন। সে মহেশখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার পুত্র।
ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দুপুরে নিহত প্রভাষক শাকের উল্লাহ এর লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
এদিকে নিহত প্রভাষক শাকের উল্লাহ এর মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় কাউন্সিলর'কে জিজ্ঞাসা করে জানা যায় নিহত ব্যক্তি তাহার স্ত্রী কর্তৃক মামলায় জেল খেটে হেনস্তা হয়ে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন মর্মে তারা ধারণা করেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী দায়েরকৃত মামলায় ৮ মাস জেল কেটে মুক্ত হয়ে, ১ মাস আগে স্ত্রী মামলা আপোশ দেয়। মানসম্মত ক্ষুণ্ন অভিমান করে গলায় ফাঁস দিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে আত্মহত্যা করে বলে জানান। পরে বাড়ির লোকজন এসে তার ঝুলন্ত লাশ দেখতে পায়ে পুলিশকে জানায়।
এ প্রসঙ্গে মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা জানিয়ে তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১৩২ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৬ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে