মহেশখালী উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও কারা নির্যাতিতদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘আওয়ামী লীগ এখন বলছে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, তাদের ভাষায় যদি বিএনপির চলমান আন্দোলন ব্যর্থ হয় আর আওয়ামী লীগ সফল হয়- তাহলে ইতিহাসে হিটলার ও সফল, সমস্ত স্বৈরশাসকরাও সফল’
এসময় তিনি কারা নির্যাতিত ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ সরকারের নানা জুলুম নির্যাতনে কারাভোগ করেছে তারা এসময়ের মুক্তিযোদ্ধা।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সাবেক হুইপ ও সাবেক সংসদ-সদস্য কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সালাহউদ্দিন আহমদ আমাদের প্রতিনিধিত্বকারী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি পুরো দেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী। যোগ্য এই নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহসাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ্ বোখারী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ফাহিমুর রহমান।
মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আমিনুল হক চৌধুরী ও আকতার হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে কারা নির্যাতিত নেতা-কর্মীদের ক্রেস্ট, সম্মাননা সনদ ও ঈদ উপহার তুলে দেন অতিথিরা।
১৩২ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৬ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে