কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শ গ্রাম এলাকায় টমটমের গ্যারেজে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে ২ জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ২ টার দিকে টানা জাল দিয়ে নদী থেকে মাছ সংগ্রহ করে আসার পথে এ ঘটনা ঘটে। তারা হলেন, ওই এলাকার নুরুল আলমের পুত্র মোহাম্মদ আবছার এবং মৃত আবুল খাইরের পুত্র মো. ইমন।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আমির হামজা কালু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে দুপুরে নদী থেকে মাছ ধরে ফিরে আসার সময় আমান উল্লাহর টমটমের গ্যারেজে প্রচণ্ড গরমে বিশ্রাম নিতে গিয়ে শর্ট সার্কিটে তাদের মৃত্যু হয়। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুৎ এর শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছি।
১৩২ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৬ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে