মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকায় চিংড়িঘেরে দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদল অস্ত্র উঁচিয়ে মহড়াও দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে ডাকাতির এই ঘটনা ঘটে বলে অভিযোগ ঘের মালিকদের। এসময় ডাকাতদল হামলা চালিয়ে মাছের প্রজেক্ট ও ঘের থেকে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানায় ঘের মালিক শফিক উল্লাহ্, বাদশাহ মেম্বার ও মঈনুদ্দিন।
স্থানীয় ও প্রজেক্ট ইজারাদাররা জানায়, দিনেদুপুরে জসিম, নাজিম, হোছাইন বাদশা, ইসমাইলসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া ডাকাতদলের ১৫/২০ সদস্য নিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে ধলঘাটা মহুরী ঘোনা এলাকায়। এসংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।
এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ধলঘাটায় ঘের ডাকাতি বা অন্য কোনো ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবী, সন্ত্রাসীদের হাতে প্রদর্শিত অস্ত্র গুলো উদ্ধার করা হোক। না হয় যেকোনো সময় ধলঘাটায় বড় ধরনের সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে।
১৩২ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৬ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
১৫৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে