বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জের ইউএনও এস এম তারেক সুলতান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এসএম তারেক সুলতানকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন এসএম তারেক সুলতান। যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি। যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান জানান, মোরেলগঞ্জে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছেন। এছাড়াও এ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা. খালিদ হোসেন স্যার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান একজন দক্ষ, সৎ ও কর্মঠ কর্মকর্তা। ২০২৩ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই।
উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
লেখাপড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ও এমবিএ সহ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন । এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডিসাস্টার এন্ড ভালনারাবিলিটি ডিগ্রি অর্জন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বৃত্তি নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি হতে মাস্টার অব ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘের হাই লেভেল মিটিং, ওয়ার্ল্ড লিডার্স ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন।