' স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। আজো শিক্ষকরাই সমাজে নেতৃত্ব দেন বলে আমি মনে করি। কারণ মানুষ এখনো সর্বশেষ পরামর্শটি শিক্ষকের কাছ থেকেই নিয়ে থাকে-বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন। বৃহস্পতিবার(৫ অক্টোবর) সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে সকল শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। তিনি বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিল।
শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা।
শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, মোরেলগঞ্জ থানার ওসি ( তদন্ত) শাহজাহান আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।