' সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারী কমিশনার ( ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা সহকারী প্রোগ্রামার ত্রিদিব সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীত বর্মন প্রমুখ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত জন্ম নিবন্ধনের ফি নেওয়া যাবেনা এবং জনগণকে জন্ম নিবন্ধন বিষয়ে কোন ধরনের হয়রানি করা যাবেনা। এছাড়াও ইউপি সচিব ও উদ্যোক্তাদের এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশনা দেন তিনি।
আলোচনা সভায় ইউপি সচিব, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।