বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের একরাম খালী গ্রামের মোস্তফা শেখের বাড়ির সামনের কাঠের পুলটি ভেঙে শত শত শিক্ষার্থী এবং হাজারো গ্রামবাসী চরম ভোগন্তিতে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ১২নং জিউধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একরাম খালী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক যাতায়াত করে। ৯৭নং একরাম খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসুফিয়া দাখিল মাদ্রাসা, এমরান খান বাজার, জিউধরা বাজারে যেতে পুলটি ব্যবহৃত হয়। এ পুল দিয়ে একরাম খালী, জিউধরা, মঠবাড়ি, ঠাকুরুনতলা, চন্দনতলা এই ৫ গ্রামের হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে। তাদেরকে ৪ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয় এখন। ফলে বাড়তি কষ্টের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে ভুক্তভোগী গ্রামবাসীর। রোগী-বৃদ্ধ-নারী-শিশুরা পড়েছে আরও বিপাকে।
ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন হাওলাদার জানান, জনগুরুত্বপূর্ণ এ পুলটি দুই সপ্তাহ পূর্ব ভেঙে পড়ে পাঁচটি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। আগে এটি কয়েকবার মেরামত করা হয়েছিল, বর্তমান অবস্থা পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি।
স্থানীয় পবিত্র মন্ডল সহ আরও কতিপয় গ্রামবাসী জানান, এ পুলটি ভেঙে যাওয়ায় তাদের দুর্ভোগের শেষ নেই। এতে যেমন এলাকাবাসী কষ্টের শিকার হচ্ছে তেমনি সময়ও নষ্ট হচ্ছে ।
এ বিষয়ে জিউধরা ইউপি চেয়ারম্যান বলেন, পুলটি জনগুরুত্বপূর্ণ হওয়া স্বত্বেও বরাদ্দ না থাকায় আমার কিছুই করার নেই এখন।
উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পুলটি ভাঙার ব্যাপারে তিনি অবগত নন।
এদিকে, গ্রামবাসীদের দাবি এটি দ্রুত মেরামত না করলে বর্ষার এ মৌসুমে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে কোমলমতি শিক্ষার্থী সহ নারী-বৃদ্ধ সবাইকে।
৪৩৩ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৪৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮২ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৮৪ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৪৮৪ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮৪ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪৮৫ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৪৮৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে