বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু সিফাত(৩) হত্যার ঘটনায় সৎ মা সাজেদা বেগম (৪৫)কে একমাত্র আসামী করে সিফাতের মা লাভলী বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাজেদা বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
এর আগে গত মঙ্গলবার ( ১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঘুমন্ত শিশু সিফাতকে একা ঘরে রেখে বাবা আসাদুল খান ও মা লাভলী বেগম মাছ ধরতে বের হলে কিছুক্ষণ পর ফিরে এসে সিফাতকে দেখতে পায় না। সারারাত ও পরদিন খুঁজতে খুঁজতে ঘর থেকে ৩০০ গজ দূরে একটি বাগানের ডোবায় কাঁদা মাটির মধ্য হতে তার মরদের উদ্ধার করা হয়।
পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শিশুটির সৎ মা সাজেদা বেগমকে (৪৫) আটক করে পুলিশ। পুলিশ তার ঘর থেকে কাদা-মাটি মাখা ভেজা কাপড় উদ্ধার করে।
শিশুটির পিতা আসাদুল খান বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যাই। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫-২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় শিশু সিফাতের মা লাভলী বেগম তার সতীন সাজেদা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা করেছে। আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।