৩শ’ আসনে নির্বাচন করতে চায় জাতীয় পার্টি
আমরা আওয়ামী লীগ এবং বিএনপি’র সঙ্গে আর যেতে রাজি না' : জাতীয় পার্টির মহাসচিব
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন ২০২৩ সোমবার (২৪ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক হুইপ মো. সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মাহবুবুল আলম শামীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুরুদ আহমদ, সৈয়দ নুরুল হক, ফজলে মওলা ফুয়াদ, বেলায়েত আলী জুয়েল, আক্তার হোসেন, আলতাফুর রহমান, আশরাফুল ইসলাম হীরু, সৈয়দ রুমেল আলী প্রমুখ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুজিবুল হক চন্নু আরো বলেন, আমরা ৩শ’ আসনে নির্বাচন করতে চাই। সেজন্য যোগ্য প্রার্থী চাই। যোগ্য কর্মীও চাই যারা লাঙ্গল প্রতীক নিয়ে নৌকা ও ধানের শীষের সঙ্গে লড়ে বিজয় ছিনিয়ে আনতে পারবেন। সেই লক্ষ্যে নেতাকর্মীদের মাঠে জোরালোভাবে দলের কাজ করার জন্য আহবান জানান তিনি।
১ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে