ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারি মজলিস নেতাদের
জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা মাদরাসার নিরীহ শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মৌলভীবাজার চৌমুহনাস্থ দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি আশরাফ উদ্দীন শফি'র সভাপতিত্বে শহর সেক্রেটারি আরিফুল ইসলাম হুযায়ফা ও মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান এর যৌথ সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস এর সভাপতি আনিসুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রাহমান, সাবেক শহর সভাপতি ইমাদ উদ্দীন, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানু জাকারিয়া, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাফি উদ্দীন মাবরুর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, অপরাজনীতির বলি হতে হয়েছে কওমি পড়ুয়া নিরীহ হাফেজে কুরআন রেজাউল করিমকে। মাদরাসার ছাত্র রেজাউল এর হত্যার সাথে যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং শহীদ রেজাউল করিম এর শোক সন্তপ্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি শহীদ রেজাউল করিমের খুনিদের গ্রেফতার করতে কালক্ষেপণ করা হয় তাহলে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় সারাদেশে সকল ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারিও দেন মজলিস নেতারা।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১২ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে