ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ ও শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ধর্মের গুরুত্বপূর্ণ পর্দা হিজাব হিজাব নিষিদ্ধসহ শিক্ষক কর্তৃক হিজাবী শিক্ষার্থীদের হেনস্থা, অপবাদ দেওয়া এবং কওমি মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে
শহর শাখার সভাপতি আশরাফ উদ্দীন শফির সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, সাবেক শহর সভাপতি ইমাদ উদ্দীন, সাবেক জেলা সভাপতি মাওলানা সামছুদ্দিন, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসাইন, ছাত্র মজলিস শহর শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম হোজাইফা, বায়তুলমাল সম্পাদক ফখরুল ইসলাম ফয়ছল, প্রচার ও স্কুল সম্পাদক সাইদুজ্জামান চৌধুরী, শ্রীমঙ্গল শাখার সভাপতি রাফি উদ্দীন মাবরুর, সেক্রেটারি আবিদ হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি সহ্য করা হবে না। কটূক্তিকারীদের চাকরিচ্যুত করে ধর্মনুভূতিতে আঘাত হানার অপরাধে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানানো হয়।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১২ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে