বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলসমুহের মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী প্রথম দিনের গণিত পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকেলে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টার আগেই প্রতিটি কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। পরীক্ষার রুটিন অনুয়ায়ী যথাসময় সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়। আগামীকাল শনিবার পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল উপজেলায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক, জুড়ী কেন্দ্রের প্রধানের দায়িত্বে ছিলেন জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও রাজনগর কেন্দ্রের প্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি হারুনুর রশিদ।
রাজনগর উপজেলা থেকে পরীক্ষায় অংশ নেয়া স্কুলগুলো হলো, শাহ পরান (রাঃ) কিন্ডারগার্টেন মোকামবাজার, ঊষা কে, জি স্কুল, তেলিজুরী, আব্দুর রাজ্জাক একাডেমি, পাতাকুঁড়ি কিন্ডারগার্টেন, হলি চাইল্ড কে,জি এন্ড মডেল গার্লস হাই স্কুল,
বেগম ছহিফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কদমহাটা জে,সি একাডেমি, কদমহাটা শিশু একাডেমি, গ্রীণ গার্ডেন কে,জি স্কুল মুন্সিবাজার, আদর্শ শিশু শিক্ষা একাডেমি, কমরুননেছা একাডেমি ফরিদপুর, ফুলকুড়ি কেজি এন্ড জুনিয়র হাইস্কুল, শাহ জালাল (রাহ:) একাডেমি, মোকামবাজার কে.জি এন্ড হাই স্কুল, দ্যা রেডিয়েন্ট মোকামবাজার, ইক্বরা বাংলাদেশ ক্যাডেট স্কুল মোকামবাজার, খেয়াঘাট বাজার কে.জি এন্ড জুনিয়র হাই স্কুল, বেড়কুড়ি কে.জি স্কুল, শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল, রোজভিউ মডেল স্কুল, বরুণা চাইল্ড কেয়ার স্কুল, দি ইলেট ফুলতলী রহ. স্কুল, নবযুগ কিন্ডারগার্টেন স্কুল, জুড়ী উপজেলার জুড়ী মডেল স্কুলসহ মোট ৮টি স্কুল।
আগামীকাল বাংলা ও ইংরেজি পরীক্ষায় যথাসময় সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন।
কেন্দ্রীয় সংগঠন সূত্রে জানা যায়, শুরু হওয়া এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় ৪৭৮টি স্কুলসহ সারাদেশে প্রায় চল্লিশ হাজার স্কুল বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনেে সাথে রয়েছে এবং দেশের সকল জেলায় এ সংগঠনের কমিটি রয়েছে।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে