নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি
গণবিরোধী তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মৌলভীবাজার জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
রোববার বিকেলে শহরের কুসুমবাগ পয়েন্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে যুগিডর এলাকায় গিয়ে শেষ হয় ।
বিক্ষোভ মিছিলে তফসিল বাতিল,সরকারের পদত্যাগের একদফা দাবীসহ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর উপর ফরমায়েশি রায়ের প্রতিবাদে নানান স্লোগান দেয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তারা আরও বলেন, চিল যেমন মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, সে রকম এখন টপাটপ বিএনপির নেতা-কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিচার করছে রাত–দিন মিলে। কারও নামে দুই বছর, কারও নামে আড়াই বছর, কারও নামে তিন বছর সাজার রায় দিয়ে দিচ্ছে। মামলা চালুই হয়নি, সাজা নির্ধারিত। আ. লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এ অবৈধ ফ্যাসিষ্ট সরকারের শেষ রক্ষা হবে না। গণ আন্দোলনের মুখে অবৈধ এ সরকারের পতন ঘটানো হবে।
১ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে