মাদরাসা প্রতিষ্ঠিত ওয়ার পর এবার প্রথম 'আবনা ও ফুযালা পরিষদ' এর আহবায়ক কমিটি গঠন
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ফুযালা পরিষদ গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) মাদরাসা মিলনায়তনে 'আবনা ও ফুজালা' সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আজমান আলীর আহবানে অনুষ্ঠিত 'আবনা ও ফুজালা' সম্মেলনে সভাপতিত্ব করেন দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শামছুজ্জোহা।
মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক শ্যামেরকোণীর সঞ্চালনায় সম্মেলনে ফুযালা পরিষদ গঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যত করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আজমান আলী, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ শ্রীমঙ্গলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান ইন্দেশ্বরী, মাওলানা সাইফুর রহমান ফয়সল সাহেবজাদায়ে ধর্মপুরী প্রমুখ।
ফুযালাদের পক্ষ থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক ও কলামিস্ট মাওলানা এহসান বিন মুজাহির, মাওলানা তারেক হাসান চৌধুরী, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা সাইফুর রকমান ছফু, মাওলানা নুর উদ্দিন এবং আবনাদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা শাহ মিসবাহ, মাওলানা সোলাইমান আহমদ প্রমুখ।
সম্মেলনে ফুযালা এবং আবনাদের পক্ষ থেকে উপস্থিত ফুযালা ও আবনারা মাদরাসা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন বিষয়ে নানা পরামর্শ ও প্রস্তাব পেশ করেন। তন্মধ্যে কয়েকটি হলো: দুই বছর সময় হাতে নিয়ে দস্তারবন্দি মহাসম্মেলনের মাধ্যমে ফুযালাদের দস্তারে ফজিলম প্রদান করা, ১৯৭৭ সালে দাওরায়ে হাদিস ক্লাস চালু করার পর থেকে যারা দাওরা সম্পন্ন করেছেন তাদের তালিকা এবং বর্তমান কর্মস্থলসহ বড় পরিসরে স্মারক প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা, ১৯৩৭ সালে মাদরাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যারা এই মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস ও শিক্ষকতার পদে সমাসিন ছিলেন তাদের তালিকা করে স্মারকে প্রকাশ করা, ফুযালা এবং আবনাদের জন্য আলাদা কক্ষ তৈরি করা মেহমানদারির ব্যবস্থা করা, ফুযালা পরিষদের জন্য আলাদা কার্যালয় তৈরি করা, অনলাইনে মাদরাসার জন্য অফিসিয়াল ফেসবুক পেইজ করা, দেশ বিদেশে থাকা আবনা ও ফুযালাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করাসহ মাদরাসার সার্বিক উন্নয়নে নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়।
বেলা ১২টায় সম্মেলন শুরু হয়ে জোহরের নামাজের বিরতি দিয়ে পুনরায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় ফুযালা ও আবনাদের সমন্বয় করে 'ফুযালা পরিষদ' আল-জামিয়াতুল ইসলামিয়া মৌলভীবাজার এর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
ফুযালা পরিষদের উপদেষ্টা হিসেবে দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শামছুজ্জোহা, শিক্ষা সচিব হাফিজ মাওলানা আজমান আলী, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ শ্রীমঙ্গলী, মাওলানা সাইফুর রহমান ফয়সল সাহেবজাদায়ে ধর্মপুরী, মাওলানা এনামুল হক শ্যামেরকোনীর নাম ঘোষণা করা হয়। প্রবীন ফুযালাদের মধ্যে সভাপতি, নির্বাহি সভাপতি, সহসভাপতি, ফুযালা আবনাদের মধ্য থেকে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক করে কয়েকজনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া উপস্থিত প্রায় ৯০জন-কে ফুযালা ও আবনা পরিষদের সদস্য করা হয়েছে। কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রাণবন্ত এ সম্মেলনে সভাপতির গুরুত্বপূর্ণ নসিহত পেশ ও দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শামছুজ্জোহা। তিনি অশ্রুসিক্ত নয়নে আবেগে আপ্লুত হয়ে বলেন, আজ আমার কাছে কতটুকু ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আবনা-ফুযালাদের পেয়ে আমি দিল থেকে খুশি, আপনাদের জন্য আমি হৃদয় দিয়ে দোয়া করি। আবনা ফুযালাদের সকল প্রস্তাব-পরামর্শ আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি, পর্যায়ক্রমে সব বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
এসময় মুহতামিমে দারুল উলুম আগামী ১৩ জানুয়ারির মাদরাসার ৮৮তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলের জন্য সবাইকে বিশেষ দাওয়াত দেন এবং সবধরণের সহযোগিতা কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর বেলা ৩টায় মাদরাসার পক্ষ থেকে আগত ৯০জন আবনা-ফুযালাদের একই দস্তারখানায় দারুল উলুম মাদরাসা মসজিদে দুপুরের খাবারের ব্যবস্থা করানো হয়।
প্রাণবন্ত এ সম্মেলনে নতুন-পুরাতনদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়।
প্রসঙ্গত, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসাটি মৌলভীবাজার জেলা শহরের শাহ মােস্তফা সড়কের পাশে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। দেশের বিশিষ্ট আলেম বুজুর্গ মাওলানা আব্দুন নুর ইন্দ্বেশ্বরি রহ ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। আর ১৯৭৭ সাল থেকে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। এটি দারুল উলুম দেওবন্দের অনুসরণে এবং বাংলাদেশ সরকার স্বীকৃত আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ বিভিন্ন বোর্ডের অধিনে পরিচালিত।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে