মৌলভীবাজার-৩ আসন
প্রথমবার নির্বাচনে নেমেই বাজিমাত করেছেন মোহাম্মদ জিল্লুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে (মৌলভীবাজার সদর-রাজনগর) প্রথমবার অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
মৌলভীবাজার জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৩-আসনে (সদর ও রাজনগর) মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় মোট ১৭৪টি ভোট কেন্দ্রে জিল্লুর রহমান নৌকা প্রতিকে ১ লক্ষ ৬৭ হাজার ৮৪৬ টি ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফুর রহমান লাঙ্গল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মুসাব্বির মশাল প্রতিকে পেয়েছেন ২ হাজার ২৪৬। এ ছাড়া বাংলাদেশ ওয়াকার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী প্রতিকে পেয়েছেন ১ হাজার ২৭৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ মোমবাতি প্রতিকে পেয়েছেন ৭৯৫, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকে আবু বকর ৭০৪ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম ছড়ি প্রতিকে পেয়েছেন ৯৪০ টি ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৫০৭ এবং বাতিল হয়েছে ২ হাজার ৫১৩টি ভোট।
মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৮৪২ জন, আর নারী ২ লাখ ২৪ হাজার ৫৪৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
সদর ও রাজনগর উপজেলা নিয়ে নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এ আসনটিতে এবার নৌকার মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। প্রথম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সিআইপি এমএ রহিম। নেছার আহমদ নৌকার মনোনয়ন না পাওয়ায় সংসদ সদস্য নেছার আহমদসহ জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এমএ রহিমকে সমর্থন দিয়ে প্রচারণা চালান। কিন্তু এমএ রহিমের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতের আপিলে বাতিল হয়ে যাওয়ায় বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমান প্রথমবার নির্বাচনে নেমে বাজিমাত করতে সমর্থ হয়েছেন।
মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৭৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মছব্বির। তিনি বাংলাদেশের অন্যতম কাচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ জিল্লুর রহমান যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ, বিএসসি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। খুব কম সময়ে নিজের দক্ষতায় বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন। দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা হিসেবে। তিনি আওয়ামী লীগের ধর্মবিষয়ক এবং অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণসমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক। তার সার্বিক সহযোগিতায় 'নেতা মোদের শেখ মুজিব', 'শিশু দের শেখ মুজিব', 'শেখ হাসিনার ভাষণ সমগ্র' এর মতো বই প্রকাশ পেয়েছে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে। রাজনগর উপজেলাসহ বিভিন্ন জায়গায় একাধিক মন্দির, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের পৃষ্ঠপোষকতা করছেন।
জিল্লুর রহমান ছাত্রলীগের রাজনীতি শুরু করেন ঢাকার মোহাম্মদপুর থেকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং বর্তমানে, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। এসবের পাশাপাশি মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান, প্রতিভা বিকাশ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালকও তিনি। এছাড়া তিনি গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়ার রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির পঞ্চম বারের মত নির্বাচিত সভাপতি।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে