দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
বড়লেখা-জুড়ী আসনে শাহাব উদ্দিন, কুলাউড়া নাদেল, সদর-রাজনগর জিল্লুর, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আব্দুস শহীদ নির্বাচিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে মৌলভীবাজারের ১, ২, ৩ ও ৪ নং আসনেই বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার ১-আসন:
বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। এ আসনে ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, বর্তমান পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ষষ্ঠ বারেরর মতো এমপি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ৩ হাজার ৯৮ ভোট পেয়েছেন। এমপি শাহাব উদ্দিন ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ১৬১ জন আর নারী ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন। তৃতীয় লিঙ্গের ১ জন ছিলেন।
মৌলভীবাজার-২ আসন :
কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনে প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭শ ১৮ ভোট এবার প্রথম প্রার্থী হয়েই চমক দেখিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ১০৩টি ভোটকেন্দ্রের ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বেসরকারিভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। শফিউল আলম চৌধুরী নাদেল এর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫শ ৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪শ ৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬শ ৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫শ ৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩শ ৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩শ ৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১শ ৬১ ভোট। এদিকে রবিবার (৭ জানুয়ারি) ভোটের দিন বিকাল সাড়ে ৩টায় কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ভোট বর্জন ঘোষনা করছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। তিনি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জনের করেও তিনি ১১ হাজার ৪শ ৪৯ ভোট পেয়েছেন। মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৬৩৬ জন ও আর নারী ১ লাখ ৩৮ হাজার ৮৪০ জন ছিলেন।
মৌলভীবাজার-৩ আসন :
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে প্রথমবার অংশ নিয়ে ১ লক্ষ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। মৌলভীবাজার জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৩-আসনে (সদর ও রাজনগর) মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় মোট ১৭৪টি ভোট কেন্দ্রে জিল্লুর রহমান নৌকা প্রতিকে ১ লক্ষ ৬৭ হাজার ৮৪৬ টি ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফুর রহমান লাঙ্গল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মুসাব্বির মশাল প্রতিকে পেয়েছেন ২ হাজার ২৪৬। এ ছাড়া বাংলাদেশ ওয়াকার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী প্রতিকে পেয়েছেন ১ হাজার ২৭৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ মোমবাতি প্রতিকে পেয়েছেন ৭৯৫, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকে আবু বকর ৭০৪ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম ছড়ি প্রতিকে পেয়েছেন ৯৪০ টি ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৫০৭, বাতিল ভোট ২ হাজার ৫১৩টি। মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৮৪২ জন, আর নারী ২ লাখ ২৪ হাজার ৫৪৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৭৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মছব্বির। তিনি বাংলাদেশের অন্যতম কাচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ, বিএসসি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। খুব কম সময়ে নিজের দক্ষতায় বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন। দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা হিসেবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণসমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক। তার সার্বিক সহযোগিতায় 'নেতা মোদের শেখ মুজিব', 'শিশু দের শেখ মুজিব', 'শেখ হাসিনার ভাষণ সমগ্র' এর মতো বই প্রকাশ পেয়েছে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে। রাজনগর উপজেলাসহ বিভিন্ন জায়গায় একাধিক মন্দির, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের পৃষ্ঠপোষকতা করছেন। জিল্লুর রহমান ছাত্রলীগের রাজনীতি শুরু করেন ঢাকার মোহাম্মদপুর থেকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং বর্তমানে অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। এসবের পাশাপাশি মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান, প্রতিভা বিকাশ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালকও তিনি। এ ছাড়া, তিনি গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়ার রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির পঞ্চমবারের মত নির্বাচিত সভাপতি।
মৌলভীবাজার-৪ আসন:
মৌলভীবাজার-৪ আসনে সপ্তম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, টানা ছয়বারের এমপি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা ড. ঊর্মি বিনতে সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৪-আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোট ১৬০টি ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে মোঃ আব্দুস শহীদ নৌকা প্রতিকে সর্বমোট ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রে ১ লক্ষ ৩ হাজার ৯৩০ টি ভোট এবং
কমলগঞ্জ উপজেলায় ৭৩টি কেন্দ্রে পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৫৬১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিত হাসানি মোম বাতি প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ এবং ইসলামি ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতিকের আনোয়ার হোসেন ৫ হাজার ৬৮টি ভোট। সর্বমোট বৈধ ভোট দুই লক্ষ ২২ হাজার ৯৫৯টি। বাতিল ভোট ৪ হাজার ৭০টি। মৌলভীবাজার-৪ আসনে মোট ৪ লক্ষ ৫৯ হাজার ১০১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩১ হাজার ৩০৮ ও মহিলা ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন ছিলেন।
১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১২ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে