টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে কলমাইদ শাপলা সংঘের ২১ বছর পর নতুন রুপে গঠিত হয়েছে।
কলমাইদ শাপলা সংঘের নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম সূজন গণমাধ্যম কে জানান,বিগত বছরে এই সংগঠন ছিলো জরাজীর্ণ, কেন সদস্য বা গ্রামবাসী এই সংগঠন থেকে কোন সহযোগিতা পাননি।বিগত বছরগুলোতে কোন খেলাধুলার ব্যবস্থা করা হয়নি।কোন গরীব মেধাবী শিক্ষার্থীরা কোন সাহায্য এগিয়ে আসতে দেখা যায় নি।
এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, কলমাইদ শাপলা সংঘ(রেজি:-ট-না ২২৫৮/১১)এটা একটা সরকারি সংগঠন। এই আগে কোন কাজ বা কোন খেলাধুলা দেওয়া হয় নি।
এই সংগঠন থেকে আগে কোন দিন কোন সাহায্য করা হয়নি।আমরা এই ক্লাব কে আরো শক্তিশালী দেখতে চাই।গ্রামের যুব সমাজ এই ক্লাব থেকে যেন উপকৃত হয়।
গণমাধ্যমকে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমামুন মিয়া বলেন,আমরা নতুন করে কমিটি দিয়েছি।সেখানে গ্রামের যুব সমাজ আমাদের সাথে আছে এবং গ্রামের মুরুব্বিরাও আমাদের সাথে আছে।সবার দোয়ায় এবং সরকারের সহযোগিতা পেলে আমরা এই সংগঠন থেকে গ্রামের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবো,ইনশাআল্লাহ।
ক্লাবের সদস্যবৃন্দরা, সরকারের কাছে আকুল আবেদন করেন,সরকারী যে সহায়তা গুলো আছে, সেই সহায়তা থেকে যেন এই সংগঠন বাদ না পড়ে।
১০ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে