সহবতপুর নজরুল সেনা কর্তৃক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ জুন) বিকাল ৩ টায় সহবতপুর খেলার মাঠে সহবতপুর বাজার বণিক সমিতি বনাম নজরুল সেনা ক্রীড়া সংসদের মধ্যে মুখোমুখি হয়।
প্রথমার্ধের খেলায় উভয় পক্ষের খেলোয়াড়রা খেলার নৈপুণ্যে দেখিয়ে কোন দল তাদের কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। কিন্তু উভয়ের খেলা উপভোগ করতে পুরো মাঠ টানটান উত্তেজনা করে দর্শকরা। খেলার পুরো মাঠ দর্শকের ভরপুর হয়ে যায়।
দ্বিতীয়র্ধের খেলা শুরু থেকে আক্রমণ পালটা আক্রমণের মধ্যে দিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত গোল করতে পেরে ০১ গোলে বিজয়ই হয় সহবতপুর বাজার বণিক সমিতি দল।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন,২নং সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা।
এবং খেলায় উদ্বোধক ছিলেন,ইমরুজ্জামান কাজল,প্রভাইডার জামান গ্রুপ অফ কোম্পানি।
বিশেষ অতিথি ছিলেন,জাকির হোসেন খান,সাবেক সভাপতি, সহবতপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি,আবু তালেব খান,দাতা সদস্য।নাজমুল হক তপন,সহবতপুর নজরুল সেনা,সভাপতি।গৌতম কুমার সাহা,সহবতপুর নজরুল সেনা সাধারণ সম্পাদক।
৯ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে