ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ভর্তি কাভার্ডভ্যান সহ দুইজনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
বুধবার (৭ জুন)দুপুরে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ ও ওসি তদন্ত ওবায়দুর রহমানের নির্দেশনা মোতাবেক এসআই খন্দকার মোস্তাক সঙ্গীয় ফোর্সকে নিয়ে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে (ঢাকা মেট্রো-ন ১২১১৮৩) কাভার্ডভ্যানটিকে আটক করে।
এসময় অবৈধ পথে আসা কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশি করে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা পাওয়া যায়।পরে কাভার্ডভ্যানসহ সকল মালামাল জব্দ করে চালক পারভেজ মিয়া (২৩) ও হেলপার মনির মিয়া (২২)কে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে দুজনেরই বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘীগ্রামে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে উক্ত কাভার্ড ভ্যানটি নান্দাইল চৌরাস্তা হয়ে ঢাকার গাজিপুর জেলার মাওনার উদ্দেশ্যে গন্তব্য স্থানে যাচ্ছিল।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের স্বার্থে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদেরকে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধীদের কোন ছাড় নেই।
৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে