ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষেে আ: রহমান শেখ (৭৭)এক নামে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
শনিবার(২৪ জুন) দুপুর দুইটার দিকে নান্দাইল- ত্রিশাল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আ: রহমান ত্রিশাল উপজেলার বৈলর গ্রামের মৃত রবিউল্লাহ শেখের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক আ: রহমান যাত্রী নিয়ে কানারামপুর বাস স্টেশনের দিকে যাচ্ছিলেন। নান্দাইল ত্রিশাল আঞ্চলিক সড়কের কুতুবপুর গ্রামের সুরেশ ডাক্তারের বাড়ি সংলগ্ন আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আ: রহমান নিহত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ জানান, নান্দাইল ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে