“ভিক্ষাবৃত্তি ঘৃনা করি,ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি, ভিক্ষাবৃত্তি জীবন নয়,জীবন হোক কর্মময়” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন ভিক্ষুককে পুনর্বাসনে জন্য অনুমোদিত স্কীমের বিপরীতে দোকানঘর, সহায়ক উপকরণ ও নগদ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ জন ভিক্ষুকের মাঝে দোকানঘর,৬১ হাজার ৫ শত টাকা মূল্যের উপকরণ বিতরণ করা হয়।
নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে দোকানঘর ও সহায়ক উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,উপজেলা সমাজসোবা কর্মকর্তা ইনসান আলী প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, ভিক্ষুকদের পূর্নবাসন করার লক্ষ্যে ৩ জন ভিক্ষুককে মুদি দোকান, ৬১ হাজার ৫শত টাকার উপকরণ,৮৫ ধরনের মালামাল ও নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এর আগে উপজেলার আরো ৫ জন ভিক্ষুকের মাঝে দোকানঘর ও সহায়ক উপকরন বিতরণ করেছি।
সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,ভিক্ষুককে পুনর্বাসন করতে সরকারি অর্থের মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। এতদিন ভিক্ষা করে জীবন চলতো তাদের। কিন্তু,এখন আর কারও কাছে হাত পাততে হবে না তাদের।মাননীয় প্রধানমন্ত্রী সব অসহায়ের সহায়।
উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যা দেয়া হয়েছে তা দিয়ে আয় বাড়ানোর কাজে যুক্ত হতে পারবেন। আর ভিক্ষা করবেন না বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করতে হবে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের খোদেজা বেগম, আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের রাবেয়া আক্তার,মুসুল্লি ইউনিয়নের মেরেঙ্গা গ্রামের হেলেনা আক্তার তারা দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর যাবৎ ভিক্ষা করছেন।সরকারী সুবিধি পাওয়ার পর এখন থেকে আর কেউ সকালে ঘুম থেকে উঠেই ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করবে না বলে অঙ্গিকার করছেন পুনর্বাসিত ভিক্ষুকরা।
উপকারভোগী খোদেজা বেগম ও হেলেনা আক্তার বলেন,সারাদিন ভিক্ষা করতাম।খাইয়া না খাইয়া দিন যাইতো।কোনদিন ভালা খাওন খাইছিনা। ভালা কাফর পরতারছিনা। অহন আমরার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরারে একটা দোহানঘর ও অনেক জিনিস দিছে।আমরা এইগুলো পাইয়া খু্ব খুশি।অহন একটু ভালাভাবে চলতারাম। শেখ হাসিনা মাযের লাইগ্যা আল্লাহর কাছে দোয়া করি
৮ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে