ময়মনসিংহের নান্দাইলে কীটনাশকের নিরাপদ ব্যবহার,এর ক্ষতিকর প্রভাব, ঝুকি হ্রাস, শারীরিক এবং পরিবেশের ক্ষতিকর দিক ও ব্যবহার পরবর্তী কীটনাশকের খালি পাত্র ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক,সম্প্রসারণ কর্মী, ইনপুট পরিষেবা প্রদানকারী এবং ভোক্তাদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রজেক্ট (DAE পার্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,ঢাকা এর আয়োজনে বুধবার (১৯ জুলাই) নান্দাইল উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।এরমধ্যে কৃষক ২০ জন, উপসহকারী কৃষি কর্মকর্তা ১০ জন, ভোক্তা ৫ জন এবং ৫ জন ডিলার।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,ময়মনসিংহ কৃষিবিদ তাহমিনা আক্তার,অতিরিক্ত উপপরিচালক (বালাইনাশক), খামারবাড়ি,ঢাকা কৃষিবিদ শামীম হোসেন,নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, সহকারী সম্প্রসারণ অফিসার স্বপন কুমার বিশ্বাস,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।
প্রশিক্ষণে প্রশিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, কৃষিকাজে সঠিক সুরক্ষাবিধি অনুসরন না করে অনিয়ন্ত্রিতভাবে দিনের পর দিন কীটনাশকের ব্যবহার মানুষ ও প্রাণীর শারীরিক,মানসিক স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ দূষণের ক্ষেত্রেও অত্যন্ত নেতিবাচক এবং বিপজ্জনক অবস্থার সৃষ্টি করছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ মানুষ ও পরিবেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। কীটনাশকের যথেচ্ছা ব্যবহার পরিবেশ, উপকারী প্রাণি,জনস্বাস্থ্য এমনকি জলজপ্রানীর মারাত্মক ক্ষতি হচ্ছে। এখনই এই ব্যপারে সচেতন না হলে পরিবেশের চরম বিপর্যয় নেমে আসবে পাশাপাশি স্বাস্থ্য ঝুকিও চরম আকার ধারন করবে।তাই কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতন হতে হবে।
৮ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে