ময়মনসিংহের নান্দাইলে প্রতিটি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়নে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকালে ঘোষপালা ফাযিল মাদরাসার উদ্যোগে মাদরাসার অফিসকক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘোষপালা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাছান মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন মিল্টন,অন্যতম আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আচারগাও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো: আবদুল হাই।
আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা মাউশি কর্তৃক প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে করণীয় নির্দেশনাগুলো প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের প্রতিপালনের আহবান জানান।
প্রত্যেক শিক্ষক টিচার্স গাইড ও পাঠ সংশ্লিষ্ট উপকরণসহ শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন। গতানুগতিক শিক্ষককেন্দ্রিক পদ্ধতি পরিহার করে শিক্ষকদের সহায়তাকারীর ভূমিকা পালন করা। প্রকৃতপক্ষে প্রচলিত ভূমিকার ঊর্ধ্বে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষক হয়ে উঠবেন সহ-শিক্ষার্থী।
শিক্ষক শিক্ষার্থীদের জন্য সহয়তামূলক একীভূত ও অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ নিশ্চিত করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে শিখনের উদ্দীপনা সৃষ্টি হয়। শ্রেণি শিক্ষক যে সব সমস্যা চিহ্নিত করবেন, তা নিয়ে প্রতি সপ্তাহে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সাপ্তাহিক সভায় আলোচনা করা ও সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।
শিক্ষকগণ মূল্যায়নের মূলনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের বিভিন্ন যোগ্যতার মূল্যায়ন নিশ্চিতকরণ ও মূল্যায়নের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ করবেন।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকেন্দ্রিক শিখন পরিবেশ তৈরি করতে শিক্ষককে মূলত ফ্যাসিলটরের ভূমিকা পালন করতে হবে।আলোচনাসভায় নান্দাইল উপজেলার সকল মাদ্রাসা প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে