নান্দাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক উল্টে মহাসড়কের পাশে পুকুরে,আহত ২
ময়মনসিংহের নান্দাইলে পাথরবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এ সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান অর্ধশতাধিক যাত্রী। তবে এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও চালকের সহকারী।ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
রবিবার (৬ আগস্ট) সকালে সাড়ে সাতটায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের কানুরামপুরের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলগামী অনন্যা সুপার নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাওয়ার সময় একটি পাথরবাহী ট্রাককে ওভারটেক করার সময় জোরে ধাক্কা দেয়।এ ঘটনায় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এসময় ট্রাকের ধাক্কায় একটি বিদ্যুতের পিলার ও বেশ কয়েকটি কাঁঠালগাছ উপড়ে যায়। এতে বাসটি আটকে যায় পুকুরপাড়ে। এ অবস্থায় বাসের যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান।
জানা যায়,দুর্ঘটনা কবলিত বাসটি চালাচ্ছিলেন আল-আমীন নামের বাসচালকের সহকারী। পেছনে থাকা অন্য একটি বাসের চালক এ ঘটনা নিশ্চিত করেন।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ট্রাকটি উদ্বার করা হয়েছে। বাসের চালক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৮ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে