কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন কিনারা গ্রামের বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে।পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২ টায় মাকে গালিগালাজ করায় ছোট ভাই বাধা দেওয়ায় বড় ভাই রমজান ছোট ভাই দেলোয়ার কে হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করে। তৎক্ষণাৎ মাটিতে লুটে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দেলোয়ার হোসেনকে প্রথমে স্থানীয় মন্নারা বাজার একটি মেডিকেল হল প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তার অবস্থার অবনতি ঘটলে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরিবার ও পুলিশ জানা যায়, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের পুত্র দেলোয়ার হোসেন পারিবারিক কলহের জেরে তার বড় ভাই রমজান আলী ছুরি দিয়ে জবাই করে হত্যা করে জানান নিহতের স্ত্রী পান্না বেগম ও ছোট বোন মনী আক্তার। শনিবার দুপুর ১২টার রমজান আলীর সাথে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সকল সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে। নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলের শ্রমিকের কাজ করে। তার দু’টি কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী অন্ত:সত্তা।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
১৭৩ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২১ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৫ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২২৬ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২৯ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৪৮ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯০ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৯৭ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে