নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষককে জনসম্মুখে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড, নাঙ্গলকোট শাখা কার্যালয়ে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজসহ সর্ব মহলে আলোচনা সমালোচনা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার বিবরণ জানা যায়, বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া তুচ্ছ বিষয় নিয়ে সোনালী ব্যাংক অফিসে অবস্থানরত আদ্রা উত্তর ইউনিয়নের পুজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলামকে ব্যাংকের ভেতরে প্রচন্ড মারধর করেন। একজন জনপ্রতিনিধির কর্মকান্ডে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকগণ বাকরুদ্ধ হয়ে যায়। মূহুর্তের মধ্যে ঘটনারস্থলে জড়ো হয়ে যায় অসংখ্য লোকজন। চারদিকে চড়িয়ে পড়ে এর খবর। মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মানসিকভাবে খুবই বিপর্যস্থ হয়ে পড়েছেন। এদিকে ঘটনাটি নিয়ে সর্ব মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক সমাজের মাঝে।
ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষক সংগঠন গুলো স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে অবহিত করে বিচার দাবী করে আসছেন।
ভুক্তভোগী শিক্ষক মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ সমাধান করার প্রচেষ্টা চালাচ্ছেন।
অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১৭৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২১ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২২৬ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
২২৯ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৪৮ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৯০ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৯৭ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে