কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশ সেলিমকে কুপিয়ে জখম করেছে মাদকসেবিরা। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার রাজাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির রাজাপাড়া গ্রাম পুলিশ সেলিম সোমবার দুপুরে তার বাড়ির পাশে কয়েকজন মাদকসেবি মাদক সেবনের সময় তাদেরকে বাঁধা দেয়। এতে মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১১ টার দিকে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে সেলিমের বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিম ও তার ছেলে ওমর ফারুক (২১) কে মারাত্মকভাবে জখম করে। পরে সেলিম ও তার পরিবারের লোকজনের শোরগোল শুনে স্হানীয়রা ২জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবং আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেলিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আটককৃতরা হলেন, উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামের রনি,জনি ও সি এন জি অটোরিক্সা চালক শাহাবুদ্দিন।
এই ঘটনায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে থানায় অবগত করেছি। গ্রাম পুলিশ সেলিমকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাঙ্গলকোট থানার এসআই কালাম বলেন, হামলাকারী ২জন জনতার পিটুনিতে আহত হয়েছে, তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উভয় পক্ষ হাসপাতাল থেকে আসলে বিস্তারিত শুনে ব্যাবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
১৭৩ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২২১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
২২৫ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৬ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
২২৯ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৪৮ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৯০ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৯৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে