শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চরলাউলানী গ্রামে চাঞ্চল্যকর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে বিএনপির নড়িয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়ির মূল গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়, যা পরে পুলিশ নিস্ক্রিয় করে।
ঘটনার সময় বিএনপি নেতা মতিউর রহমান সাগর বাড়িতে না থাকলেও তার ছেলে জাহিদুর রহমান বলেন, “রাতে খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে সিসিটিভি ফুটেজ চেক করি। তাতে দেখি, বাড়ির পশ্চিম দিক থেকে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণে আমাদের গেটের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে কারা এটি করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।”
স্থানীয় বিএনপি কর্মী মেহেদী শরীফ জানান, “আমাদের নেতা মতিউর রহমান সাগরের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এখানে এসে দেখি গেটের নিচের অংশ ক্ষতিগ্রস্ত এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে। কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা চপল মোল্লার কিছু কর্মকাণ্ডে আমাদের নেতা আপত্তি জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে সত্য ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।”
ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
৪ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে