লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রাহাপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী, ইউপি সদস্য আব্দুল মালেক শেখ ও সুজন মাঝী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু স্বাস্থ্যসেবা দিয়েই থেমে থাকছি না, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছি। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথি ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের এই মহৎ উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই ক্লিনিক দুটি সপ্তাহে ছয় দিন অত্র এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে আসছে। এর পাশাপাশি, আজ বাড়তি সেবা প্রদানের জন্য এই ক্যাম্প আয়োজন করা সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আমি লক্ষ্য করেছি, এখানকার চিকিৎসাসেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এটি শুধু রোগীদের সুস্থতার জন্যই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আজকের ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতিমাসে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ পাবে। ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই আয়োজন তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী বলেন, সিএইচসিপিরা প্রতিনিয়ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা রোগ নির্ণয়, ঔষধ বিতরণ এবং প্রয়োজনে রোগীকে বড় হাসপাতালে রেফার করেন। কিন্তু অনেক রোগী ভৌগোলিক ও আর্থিক কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে যুক্ত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রবিন রায়, জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহবুব আলম, ফার্মাসিস্ট নাজমুল ইসলাম এবং সিজি সদস্য নিলয় মুন্সী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মো. আবুল বাশার হাকিদার এবং সাংবাদিক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুব আলম।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন।


আরও খবর