শরীয়তপুরের নড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর জমদ্দার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাহিম জমাদার বাদী হয়ে নড়িয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন—নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির মুন্সী (৫৫), তার ভাই ফজলুল হাসান বাদল মুন্সি (৬০), ছেলে রাকেশ মুন্সি (২০), একই এলাকার ছাব্বির মুন্সি (২৫) ও সারোয়ার সরদার (২৬)।
ফাহিম জমাদার অভিযোগ করে বলেন, “গত বুধবার চেয়ারম্যান জাকির মুন্সি তার লোকজন দিয়ে আমাকে মারধর করিয়েছেন। আমি থানায় অভিযোগ করার পর শুক্রবার রাতে আমাদের দুটি ছাগল চুরি করে নিয়ে যান। মামলা করায় আমাদের বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দিয়েছেন। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান জাকির মুন্সী বলেন, “ছাগল চুরির অভিযোগ সত্য নয়। একটি মহল আমাকে সমাজের সামনে হেয় করার চেষ্টা করছে।” তবে মারধর ও হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন বলে ফোন কেটে দেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
৪ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে