নরসিংদীর আরশিনগর, হাজীপুর লোহার ব্রীজ সংলগ্ন হাড়িদোয়া নদীতে পাওয়া গিয়েছে একটি লাশ।
আদ্য ২০ অক্টোবর বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আরশিনগর লোহার ব্রিজের পাশেই নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন আশে পাশের এলাকার মানুষজন। তারপর লাশটিকে মানুষ জন তীরের দিকে নিয়ে আসেন। এই ভাসমান লাশ দেখতে উৎসুক জনতার ভীড় জমে।
হাড়িদোয়ায় ভাসমান লাশ তীরে নিয়ে আসার পর তার মামা সনাক্ত করেন যে মৃত ব্যাক্তি ওনার ভাগিনা। তিনি জানান মৃত ব্যাক্তির নাম মামুন, সে মানসিক প্রতিবন্ধী।
তিনি আরো জানান, মামুন গতকাল সন্ধায় থেকেই নিখোজ, বাসা থেকে বের হওয়ার পর আর তাকে খুজে পাওয়া যায়নি। গত এক সাপ্তাহ আগে পাবনা মানসিক হসপিটাল থেকে মামুনকে বাড়ি আনা হয়েছিল
নিহতের পরিচয় নিশ্চিত করেন তার মামা, তিনি বলেন নিতহ ব্যাক্তি মামুন মিয়া তার আপন ভাগিনা পিতাঃ তার বাড়ি নরসিংদী হাজীপুর ইউনিয়নের বউ বাজার সংলগ্ন।
৬৫৪ দিন ৩৩ মিনিট আগে
৬৫৭ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬৬ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৬৭ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৬৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৬৮ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৬৯ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৭০ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে