নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে আরশিনগর রেল ক্রসিং এলাকা আনুমানিক সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম ফরিদ আহমেদ ডাক্তার (৬৫)।
নিহত ফরিদ ডাক্তারের স্থায়ী নিবাস রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি চরমধুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি। তিনি নরসিংদীর গাবতলী এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিহত ফরিদ ডাক্তার রেইল লাইন ধরে হাটছিলেন। আরশিনগর রেল ক্রসিং এর কাছে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহসান সিকদার জানান, ফরিদ কাকা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি। আওয়ামীলীগ এর প্রতিটি লড়াই সংগ্রামে আমৃত্যু পাশে ছিলেন। আমরা একজন গুণী ব্যাক্তি হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল জানান, সকালে ট্রেনে কাটা পড়ে ফরিদ ডাক্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনানুগ প্রাক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
৬৪৯ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৫৩ দিন ৫১ মিনিট আগে
৬৬১ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৬২ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৬৩ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৬৬৪ দিন ২২ মিনিট আগে
৬৬৪ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৬৫ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে