বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২


নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় শোকে কাতর  স্বজনরা। 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমির সীমানায় মাত্র ৪হাজার টাকার মূল্যের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ থেকে ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


গতকাল  বৃহস্পতিবার (১০ এপ্রিল)  নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)।


নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান 

 ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধুরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের জমির মধ্যে পড়ে। গাছটি  সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গত বুধবার মেহগনি গাছ কাটলে দুপক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। 


গতকাল বৃহস্পতিবার  সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ইসলাম ব্যস্ত আছেন বলে জানান। এ সময় লালচান, কাশেম হাজিসহ ২০-২৫ জন রামদা, কুড়াল, হাসুয়া ও দেশীয় অস্ত্র   নিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও আট থেকে ১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামসহ চার-পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান আজিজুল হক।


নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতর ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা ।  পুলিশের অভিযান চলমান রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর