পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীমকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে অপরাধ, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজী বন্ধ হবে চীনের অর্থায়নে হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন। ঝিনাইগাতীতে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর সদর ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত শতাধিক শিক্ষা ছুটি নিয়ে জটিলতা, কুবি শিক্ষক নাদিয়া সারোয়ারের পদত্যাগ টাঙ্গাইলের মধুপুরে সাড়ম্বরভাবে পহেলা বৈশাখ উদযাপিত মোংলায় বিএনপি’র নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত ইসরাইলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে-বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ‎হ্নীলায় পাহাড় হতে উদ্ধারকৃত গলিত যুবকের দাফন সম্পন্ন ; স্বজনেরা প্রকৃত খুনীদের বিচার চায়। সাতক্ষীরার পোস্ট অফিস টু পুরাতন সাতক্ষীরা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন। রাজবাড়ীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে প্রেরণ। ইসলামপুরে এসএসসি পরীক্ষারকেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরীক্ষার আগের রাতে রাস্তা অবরোধ করলেন শিক্ষার্থীরা

নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৬ পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে স্কুলের বারান্দায় অবস্থান করার পর এবার রাস্তা অবরোধ করেছেন । শনিবার (২৯ এপ্রিল) রাত ১০টা দিকে নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে সকাল থেকে স্কুলের বারান্দায় অবস্থান করেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।

এসএসসি পরীক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, প্রবেশপত্রের জন্য সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের বারান্দায় অপেক্ষা করেও আমাদের প্রধান শিক্ষক কোনো আশ্বাস দিতে পারেননি। কাল পরীক্ষা দিতে না পারলে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে। আমাদের সবার এডমিট দিতে হবে, তারপর আমরা রাস্তা ছাড়ব। স্যারের অবহেলায় আমাদের এই অবস্থা।

নাজমিন আক্তার নামে আরেক পরীক্ষার্থী বলেন, আমাদের প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এত রাতেও আমরা রাস্তায়। অথচ সকালে আমাদের পরীক্ষা আমরা এখনো প্রবেশপত্র পাইনি। যদি না পাই তাহলে কালকে পরীক্ষা দেব কীভাবে। আর প্রবেশপত্র পেলেও কালকের পরীক্ষা ভালো হবে না। এটা শুধুমাত্র আমাদের প্রধান শিক্ষকের গাফিলতির কারণে।

পরীক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, রাত পোহালেই পরীক্ষা। কিন্তু এখনো আমি প্রবেশপত্র পাইনি। একজনের রেজিস্ট্রেশন করার পর তিনবার চেক করা উচিত। কিন্তু স্যাররা একবারও চেক করেননি। কালকে পরীক্ষা এখন বলছেন রেজিস্ট্রেশন হয়নি। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী আমার প্রবেশপত্রে এসেছে মানবিক। আমি সেই প্রবেশপত্র হাতে পাইনি শুধু শুনেছি। এই মুহূর্তে কি ঠিক করা সম্ভব? তবুও তিনি আশ্বাস তো দেবেন আমি ঠিক করে দেব। কিন্তু তিনি এই মুহূর্তে ফোন বন্ধ করে রেখেছেন। আমি সকাল ৯টায় স্কুলে এসেছি, কোনো পড়াশোনা করিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রহমানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, আমরা শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সব শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশ নিতে পারে।  

আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৩৯১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে