নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আনোয়ার হোসাইন পাটোয়ারীর মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার বেলাল হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায়, কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আনোয়ার তোহা,সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশ,এহসানুল আলম খসরু,মোঃ তবিবুর রহমান টিপু, মোঃ শরফুদ্দিন শাহীন,আবু ছায়েদ শাকিলসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসাইন পাটোয়ারী এর আগে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর দেশের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।