আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না, বাংলাদেশে এটা আবারও প্রমাণিত। নির্বাচন বিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে।
তিনি আরও বলেন, আমি এ পর্যন্ত ঢাকায় খবর নিয়েছি এবং আমার নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ স্বতঃস্ফুর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে তা প্রমাণ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলনে পরাজিত হয়ে ভোট বর্জন করেছে। ভোটাররাই তাদেরকে বর্জন করেছে।
তিনি রোববার সকাল ১০টায় তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমীতে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।
তিনি আরও বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছেন। তা দেশী-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সকলে শুনেছেন নির্বাচনে অংশগ্রহণমূলক, ফ্রী ও ফেয়ার হবে না এখন সকলে দেখতে পাচ্ছেন জনগণের স্বতঃস্ফুর্ত ও কনকনে শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের স্বার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য।
২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১৯ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে