নওগাঁর বদলগাছিতে সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দাখিল
নওগাঁ জেলা প্রতিনিধি:
অভিযোগ সুত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জয় সরকার, মাহবুব মোরশেদ ও খাইরুল ইসলামের স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৫টি পদের নিয়োগ প্রক্রিয়া ৩১ডিসেম্বর ২৩শে চূড়ান্ত করছেন বিদ্যালয়ের সভাপতি বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক এনামুল হকের যোগসাজসে বিপুল অর্থের বিনিময়ে স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যকে কোন প্রকার অবগত না করে অফিস সহায়ক, নির্রাপত্তা প্রহরী, নৈশপ্রহরী, পরিচ্ছন্ন কর্মী, আয়া পদে এক জন করে মোট পাঁচ জনকে অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূন্ন করার চেষ্টা করিতেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে বদলগাছী শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি জেলা শিক্ষা অফিসার, বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার, ডিজি প্রতিনিধি প্রধান শিক্ষক, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর প্রদান করেন।
কমিটির সদস্য অভিযোগকারী সঞ্জয় সরকার বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ দিবে বলে ৫টি পদের জন্য ৮ জনের কাছ থেকে নিয়ে বিদ্যালয়ের উন্নয়ন এর নামে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে এ জন্য আমরা লিখিত অভিযোগ করেছি।
বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেন জানান, নিয়ম মেনে ৫টি পদের জন্য ৩১ ডিসেম্বর লোক নিয়োগের কথা আছে তবে কমিটির তিন সদস্য নিয়োগ বন্ধের জন্য লিখিত অভিযোগ করায় নিয়োগ আপাতত হয়তো আমরা স্থগিত রাখবো।
বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার দীপ্তি কনা মন্ডল বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি টাকা পয়সা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
১২ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫২ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২১ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩০ দিন ৪৯ মিনিট আগে
১৩৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে