নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার ২১শে ফ্রেব্রুয়ারী দিবসের প্রথম প্রহরে ০০.১ মিনিটে এমপি শহীদুজ্জামান সরকার এবং উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, পত্নীতলা থানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে সকাল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত করা হয়।
সকালে সকল শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ /মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচী পালন করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও টুকটুক তালুকদারের সভাপত্বিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার শহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন , সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, সুধিজন, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
এর আগে সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫২ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২১ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩০ দিন ৪৯ মিনিট আগে
১৩৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে