রংপুরের পীরগাছায় বিএনপির একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও জেলা তাঁতীদল নেতা নাজিউর রহমানের পরিচালনায়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাম্বুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ান আলী বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদল-যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ডালেজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আমজাদ হোসেন, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান কামাল, উপজেলা তাঁতীদলের সভাপতি মোখলেছুর রহমান, ছাওলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আবু নাঈম ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক কমিটিতে দলের জন্য ত্যাগী, সৎ ও নিবেদিত নেতাদের মূল্যায়ণ করা হয়নি। জ্যেষ্ঠ নেতাদের পাশ কাটিয়ে জুনিয়র কতিপয় ব্যক্তিকে বিভিন্ন পদে রাখা হয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের অনেক ত্যাগী নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়ে আজ জর্জরিত। অথচ তাদের বাদ দিয়ে যারা আ.লীগ নেতাকর্মীদের সাথে আতাত করে বিএনপিকে কোনঠাসা করে রেখেছে তারাই আজ বড় পদধারী। বক্তারা আরও বলেন, এর আগে গত ৩মার্চ সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক কমিটির বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
যাতে অচিরেই এই আহবায়ক কমিটি সংস্কার করা হয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে উপজেলা আহবায়ক কমিটি গঠন করলে তাহলে এই কমিটি আজ প্রশ্নবিদ্ধ হতো না। আলোচনা শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আনিছুর রহমান।
১ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ৪০ মিনিট আগে