রংপুরের পীরগাছায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিম, প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতৈষী’। সংগঠনের পক্ষ থেকে বুধবার বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ৬০জনকে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।
‘হিতৈষী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মডেল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল, সুপ্রিমকোর্টের আইনজীবী শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আযম সরকার, সমাজসেবক পপুলার হোসেন, খোরশেদ আলম, হামিদুল ইসলাম, রুবেল, রাসেল প্রমুখ।
সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। পীরগাছার প্রাণকেন্দ্রে বড় পানসিয়া গ্রামে অবস্থিত। সংগঠনটি অদ্যবধি সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। যেমন-শীতবস্ত্র বিতরণ, ঈদে অসহায়দের মাঝে পোশাক বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধসহ প্রভূতি সামাজিক কাজ করে থাকে।
‘হিতৈষী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, আমি একজন এতিম। আমি এতিমদের মনের দুঃখ-কষ্ট বুঝি। অনেক জনপ্রতিনিধি আছে তারা এতিমদের সাহায্য সহযোগিতা না করে যাদের ধন সম্পদ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। আর প্রকৃত এতিম ও অসহায় শিশুরা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়।
তিনি আরও বলেন, আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়াইনি। আপনাদের যেকোন সমস্যা, আমাকে বলবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সকল সমস্যার সমাধান করতে।
প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের বাবা মন্তাজ আলী মেম্বারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আযম সরকার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
১ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ৩৩ মিনিট আগে