নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

পীরগাছায় জাতীয় পার্টিতে যোগদান করলেন আ.লীগ নেতা

পীরগাছায় জাপার বর্ধিত সভা

রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য আবুল কালাম আজাদ খাঁন দীর্ঘদিনের আ.লীগের রাজনীতি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে রোববার বিকেল ৫টায় দেউতি স্কুল এন্ড কলেজ মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভাটি রাত ৯টা পর্যন্ত চলে। 

বর্ধিত সভায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ.লীগ নেতা আবুল কালাম আজাদ খাঁনসহ অন্যদের লাঙ্গলময় ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁনকে উদ্দেশ্যে করে বলেন, আমরা একজন সিপাহ পেলাম। আবুল কালাম আজাদ খাঁনের নেতৃত্বে পারুল ইউনিয়নে জাতীয় পার্টির দূর্গ করে তুলব। যারা আজ জাতীয় পার্টিতে যোগদান করলেন; তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের বিপদে জাতীয় পার্টিকে আপনাদের পাশে পাবেন।  

অপরদিকে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁন জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে আছি; আগে যেমন ছিলাম ভবিষ্যতও আপনাদের পাশে থাকব। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ যখন রংপুরে সফর করতেন তখন আমি তার সফরসঙ্গী হয়ে থাকতাম। তিনি আমাকে বহুবার বলেছিল জাতীয় পার্টিতে যোগ দিতে কিন্তু সময় সাপেক্ষে যোগদান করতে পারি নাই। আমি তাকে কথা দিয়েছিলাম আজ এই কথার ফলশ্রæত হয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। আজ যখন বুঝতে পেরেছি আ.লীগে আর থাকা যায় না তখন আমি আমার নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। লাঙ্গল মার্কায় যোগ দিয়েছি। মরহুম এরশাদের দলে যোগ দিয়েছি। জিএম কাদেরের দলে যোগ দিয়েছি। 

সভায় রংপুর জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আসন্ন জাতীয় নির্বাচনে উপজেলা জাতীয় পাটির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। সেই সাথে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁনকে পারুল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব ঘোষণা দেন।

ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মন্তাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল মাসুদ চৌধুরী নান্টু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও জাপা নেতা নুর আলম, সাংগঠনিক সমম্পাদক দুলাল মিয়া, পারুল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য আশরাফ আলী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ইসমাইল হোসেন সহ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। 

আরও খবর