মো. একরামুল ইসলাম, পীরগাছা:
‘সেবাই স্বপ্ন, সেবাই লক্ষ্য’ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা সেবা ফাউন্ডেশনের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে পীরগাছা মিলিনিয়াম চাইল্ড স্কুলের হলরুমে কমিটির নাম ঘোষণা করেন আল হিদায়া একাডেমির পরিচালক সুলতানুল আউলিয়া।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলামের সঞ্চালনায় ও পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ওয়ান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম রতন, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু নাঈম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম প্রমুখ।
এরপর পীরগাছা সেবা ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হন মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সোহাগ হোসেন ও পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ।
‘অসহায় ও নিপীড়িত মানুষের পাশে সদা সর্বদা’ ব্রত হয়ে পীরগাছা সেবা ফাউন্ডেশন ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তারা মসজিদ পরিস্কার, বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি, গরিব ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, মেধাবীদের লেখাপড়ার খরচ প্রভূতি কাজ করে থাকেন।
১ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ৩৬ মিনিট আগে